বিচারপতির রিট খারিজ, তাবিথের প্রার্থিতা বৈধ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট আবেদন পর্যবেক্ষণসহ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে সিটি নির্বাচনে তাবিথ আউয়ালের প্রার্থিতা ঠিক রয়েছে বলে জানান আইনজীবীরা।
আজ সোমবার দুপুর ২টার দিকে শুরু করে এক ঘণ্টা ৫০ মিনিটের মতো শুনানির পর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। অন্যদিকে তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী।
নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
এর আগে গতকাল রোববার তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। গত ২৩ জানুয়ারি তিনি বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করেন এবং সেখানেও অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে সে সময় সাংবাদিকদের শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘সিঙ্গাপুরের একটি কোম্পানি এনএফএম এনার্জি (সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানি লিমিটেড। এই কোম্পানি তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাঁদের একজন তাবিথ আউয়াল। অন্য দুজন তাঁর সহযোগী। তিনজন মিলে এই কোম্পানির সব শেয়ারের মালিক। এই কোম্পানির মূল্য দেখিয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলারের ওপরে। এটা বিশ্বের যেকোনো দেশের অর্থমূল্যেই বেশ বড়। এই কোম্পানির কথা তাবিথ আউয়াল তাঁর হলফনামায় উল্লেখ করেননি। আইন হচ্ছে তাঁর ও তাঁর পরিবারের সব সদস্যের সব সম্পদ হলফনামায় দেখাতে হবে। কিন্তু তাবিথ আউয়াল দেখাননি।’
‘আমি ব্যক্তিগতভাবে এ রিট করেছি। আমার বিবেকে লেগেছে। আমি দেশের একজন নাগরিক। বিষয়টি যখন আমার চোখে এসেছে। দেশকে যারা ভালোবাসে, তারা গণতন্ত্রকে ভালোবাসে। এর সঙ্গে গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ জড়িত।’