বিচারপতি মানিকের ওপর হামলায় দুই বিএনপিকর্মী কারাগারে
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মশিউর রহমান বিষয়টি জানিয়ে বলেন, আসামি দুই জনকে রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফরমাল আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জিআরও বলেন, এর আগে গত শনিবার লোকমান হোসেনের দুই দিন ও গত রোববার আবুল বাশারের এক দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, গত ২ নভেম্বর বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়।