বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সম্পূর্ণ সুস্থ আছেন : সিনিয়র জেল সুপার
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামসু্দ্দিন চৌধুরীর মৃত্যুর খবর গুজব। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুরোপুরি সুস্থ আছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএম মাসুম এনটিভি অনলাইনকে বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী পুরোপুরি সুস্থ আছেন।
সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এনটিভি অনলাইনকে বলেন, বিচাপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যায় ঘটনায় মামলাসহ ৫টি মামলা রয়েছে। তবে অসুস্থতার জন্য তিনি প্রতিনিয়ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন।