বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে হাত-পা বেঁধে স্বামী-স্ত্রীকে হত্যা
কুমিল্লা সদর উপজেলায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ওই দম্পতির পুত্রবধূ শিউলি আক্তারকে আটক করেছে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন—সুবর্ণপুরের পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন (৭৫) ও তাঁর স্ত্রী সফুরা বেগম (৫৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে বৃষ্টি চলাকালে সাত থেকে আট জন দুর্বৃত্ত ওই দম্পতির ঘরে ঢোকে। এ সময় দুজনের হাত-পা বেঁধে স্ট্যাম্পসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে তারা। এ সময় কাগজপত্র না দেওয়ায় ওই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি ওই দম্পতির পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।