বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে পিলখানা ট্র্যাজিডিতে শহীদ সেনা কর্মকর্তাদের। সরকারিভাবে দিনটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সিনিয়র সচিবও এ সময় শহীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা এবং বিজিবি মহাপরিচালক শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিপথগামী বিডিআর সদস্যদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।