বেলচার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর লাশ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর বালুশ্রমিক আবদুস সালামের (২৭) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
আবদুস সালাম কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের আবদুল মান্নাফের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে খুজিউড়া বালুঘাটের কাছে সোমেশ্বরী নদী থেকে ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে নৌকায় বালু তুলছিলেন আবদুস সালাম। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ড্রেজার নৌকা সেটিকে ধাক্কা দেয়। এতে সালামদের নৌকার সামনের কিছুটা অংশ ভেঙে যায়। এ নিয়ে দুই নৌকার শ্রমিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে বেলচার আঘাতে সালাম নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম অনেক চেষ্টার পরও তাঁর সন্ধান না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে তারাও অভিযান চালিয়ে নিখোঁজ সালামের কোনো সন্ধান পায়নি।
নিখোঁজের ৪৪ ঘণ্টা পর আজ সোমবার সকালে সালামের লাশ বাড়ইপাড়া ঘাট এলাকায় ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।