ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুর্বৃত্তের হামলায় বাবু মোল্যা (৩৮) নামের এক স্থানীয় ব্যবসায়ী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর হাত, পা ও মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে দেয়। পরে তাঁর হাত ও পায়ের রগ কেটে দেয়।
নিহত বাবু মোল্যা উপজেলার নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বাবু মোল্যার ওপর দুর্বৃত্তেরা হামলা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবু মোল্যা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন। পথে চর ছাগলদী রোডের পাশে পরিত্যক্ত একটি ইট ভাটার সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্যার ওপর অতর্কিতে হামলা চালায়।
এ সময় বাবু মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পথচারীরা আহত বাবু মোল্যাকে দেখতে পেয়ে তাঁর স্বজনদের সংবাদ দেন। পরিবারের সদস্যেরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, বাবু মোল্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ পৌঁছালে বাবু মোল্যা মারা যান।
কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
বাবু মোল্যার ভাই ফিরোজ মোল্যা বলেন, ‘আমার চাচাতো ভাই আমির মোল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। সে আক্রোশে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি—শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।’
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।