ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনাকবলিত সেই নৌকা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইস্কার বিলে দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধার করা হয়েছে। আজ রোববার নৌকাটি উদ্ধার করা হয়। এর মাধ্যমে তিন দিন পর উদ্ধারকাজের পরিসমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল ৯টার দিকে কাজ শুরু করে দুপুর ১২টার দিকে পানির নিচ থেকে ক্রেনের মাধ্যমে নৌকাটি তুলে আনে ফায়ার সার্ভিসের একটি টিম।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক তৌফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দুর্ঘটনার পর থেকে শুরু হওয়া উদ্ধার কাজে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে ২০ টনের একটি চেইন কাপ্পার মাধ্যমে এটি পানির নিচ থেকে ওপরে ওঠানো হয়। এর নিচে বা কোথাও কোনো মরদেহ খুঁজে পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে লইস্কার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই নৌকার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে সাতজনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা হয়েছে।
এ মামলায় বালুবাহী ট্রলারের চালকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দুটি ইঞ্জিনচালিত বালুর নৌকা জব্দ করা হয়েছে।