ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলশিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সুলতানা অপহরণ ঘটনায় প্রধান আসামি রিফাত হাসান (২৫) কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রিফাত হাসান ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আমরা চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশকে তার ছবি ও অপহরণ মামলার যাবতীয় তথ্য পাঠিয়েছিলাম। এরই আলোকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের খবর দেয়। গ্রেপ্তারকৃত রিফাতকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসার সার্বিক প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুন শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সুলতানা অ্যাসাইমেন্ট জমা দিতে বের হওয়ার পর অপহরণের শিকার হয়। এ ঘটনায় সুমাইয়া সুলতানার মা উম্মে হানি বাদী হয়ে আদালতে একটি অপহরণ মামলা করেন।