ব্রুনাইফেরত দুজনের প্রকাশ্য ঘোরাফেরা, ৭ হাজার টাকা জরিমানা
হোম কোয়ারেন্টিনে না থাকায় জয়পুরহাট সদর উপজেলায় সবুজ আলী ও সাহেব আলী নামের ব্রুনাইফেরত দুই ব্যক্তিকে সাত হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চণ্ডীপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই দুই ব্যক্তিকে এ জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনাব্বর হোসেন। সেইসঙ্গে তাঁদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
সবুজ আলী ও সাহেব আলী সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। মোনাব্বর হোসেন জানান, পাঁচ দিন আগে ব্রুনাই থেকে নিজ গ্রামে ফেরেন সবুজ আলী ও সাহেব আলী। ফেরার পর তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে নিজ নিজ আত্মীয়-স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ানো শুরু করেন তাঁরা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং তারা প্রশাসনকে বিষয়টি জানালে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে সাত হাজার টাকা করে জরিমানা করেন এবং ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
এদিকে জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ জন যোগ হওয়ায় বর্তমানে ৯৪ জন বিদেশফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব এক ব্যক্তি রয়েছেন আইসোলেশনে। তাঁকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে রাখা হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।