বরিশালে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার
বরিশালে সাড়ে পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে একজন বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ও কারারক্ষী ইয়াছিন খান এবং আমতলী উপজেলার বাসিন্দা নাইমুল ইসলাম জিতু।
আজ বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম বিএম কলেজ প্রথম গেটের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াছিন ও জিতুকে আটক করা হলে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে মিডিয়া সেল থেকে জানানো হয়।