ভাঙ্গায় সাংসদ নিক্সনের পুনর্বাসন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বসবাসরত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত ঘরে বসবাসকারী উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আজিমনগর ইউনিয়নের পাতরাইল গুচ্ছগ্রাম এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি পাথরাইল গুচ্ছগ্রামের ৭৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, ‘ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসন যেসব ঘরগুলো নির্মাণ করেছেন তা ভালো হয়েছে। বর্তমানে ভাঙ্গা উপজেলা কর্মকর্তা অত্যন্ত সৎ এবং ভালো মানুষ হওয়ায় ঘরগুলো খুব সুন্দর এবং সঠিকভাবে নির্মিত হয়েছে।’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘করোনার কারণে দেশের নিম্ন আয়ের অনেক মানুষ পরিবার নিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে সরকার প্রতিনিয়ত ভাবছেন। এসব কারণেই দেশের অনেক জায়গায় প্রতিনিয়ত খাদ্য সহায়তা করা হচ্ছে।’