হবিগঞ্জে বিপৎসীমার ওপরে খোয়াই নদীর পানি
হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে এ ত্রাণ সহযোগিতা দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, নদী ভাঙার কারণে জেলার চুনারুঘাট, বাহুবল, লাখাই, হবিগঞ্জ সদরসহ ৬০টি গ্রামের নিচু এলাকা এখনও পানিতে নিমজ্জিত। ফলে দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় আছে। বিশেষ করে সদরের রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর, জালালাবাদ, রিচি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বানভাসী মানুষদের বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা দিচ্ছে। এদের মধ্যে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ত্রাণ বিতরণ করেছে।
আজ শনিবার শহরের দানিয়ালপুর, কুড়িহাটিতে ৪০০ বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ।