ভুটানের প্রবীণদের জন্য জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রবীণ নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন যাতে তাঁরা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারেন।
স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ভুটানের সঙ্গে থাকা ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে বিবেচনা এবং ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ ওষুধগুলো পাঠিয়েছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটানে পাঠানো ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা উৎপাদিত ভিটামিন সি সিভিটের পাঁচ লাখ ইউনিট রয়েছে।
প্রথম চালানটি এরইমধ্যে বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে থিম্পুর উদ্দেশে বুড়িমারী স্থলবন্দরে পৌঁছেছে। দ্বিতীয় চালানটি রোববারের মধ্যে স্থলবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।