ভুয়া নির্বাচন মানা যাবে না : মান্না
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের প্রতি ইঙ্গিত করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সেই নির্বাচনে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ওটা একটা ভুয়া নির্বাচন। ওই নির্বাচন মানা যাবে না।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় মান্না এ কথা বলেন।
সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘আমরা গত ১২ বছর ধরে অনেক কথা বলেছি। যেসব কথা বলেছি তার একশ ভাগের একভাগও যদি বাস্তবায়ন হতো তাহলে এ সরকার ক্ষমতায় থাকতে পারত? আমরা সেই কাজগুলো বাস্তবায়িত করতে পারিনি।’
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মান্না বলেন, পৃথিবীর অনেক দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও শুরু হয়নি। এ রকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে? একজন বলছে, আমরা সরকারের সঙ্গে সরকারি চুক্তি করেছি। তার দলের আরেকজন এমপি বলেছেন, সরকারের সঙ্গে সরকারি কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সঙ্গে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘(ভ্যাকসিন) কবে আসবে তা জানি না। এই ভ্যাকসিন যেদিনই আসুক, কী করবেন বলুন তো? এরা বলেছে, জানুয়ারির শেষে ভ্যাকসিন পাওয়া যাবে। যদি জানুয়ারির শেষে ভ্যাকসিন না আসে তাহলে কী করবেন? এই সরকার ব্যর্থ বলে ভ্যাকসিন আনতে পারে না- এসব কথাবার্তা বলে লাভ নাই। বরং বলেন ভ্যাকসিন যদি না আসে তাহলে তোমার জন্য যে ভ্যাকসিন দরকার সে ভ্যাকসিন তোমাকে দিয়ে দেব। বলতে পারবেন? এবং বলবেন শুধু বলবেন না, বলে সেই বক্তব্যের ভিত্তিতে দাঁড়াবেন, দরকার লাগলে রাস্তায় যাবেন, দরকার লাগলে মিছিল করবেন এবং দাবি আদায় করার চেষ্টা করবেন।’
মান্না বলেন, ভারত দুই ডলারে ভ্যাকসিন কিনবে। বাংলাদেশ কিনবে পাঁচ ডলারে। বাকি তিন ডলার কোথায় যাবে?
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষকদল নেতা গোলাম সারোয়ার সরকার প্রমুখ।