ভোলায় নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ভোলায় পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে দুই কাউন্সিলর পদপ্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালের দিকে শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুরুল হোসেন এবং অবিনাশ নন্দীর কর্মী ও সমর্থকরা প্রচারণা চালাচ্ছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা সংষর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ জিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।
খবর পেয়ে ভোলা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে ফখরুল আলম চৌধুরী, নোমান, তানজিল, মোর্শেদ, সুমন চন্দ্র দাস ও অনু চন্দ্র দাসকে ভোলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমন চন্দ্র দাসের অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনার পর ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী অবিনাশ নন্দী ভোলা প্রেসক্লাবের নিচে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। তিনি তাঁর ওপর হামলার ঘটনা উল্লেখ করে দায়ীদের বিচার দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’