ভৈরবে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আঁখি মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পাড়াতলায় স্বামীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আঁখি মনি ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের শিমূলকান্দি গ্রামের আরিজ মিয়ার মেয়ে। পরিবারের দাবি, স্বামী সাফায়েত উল্লাহসহ তাঁর পরিবারের সদস্যরা আঁখিকে হত্যা করে পালিয়ে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে আঁখি মনির বিয়ে হয় গজারিয়া ইউনিয়নের মানিকদী পাড়াতলা গ্রামের সাফায়েত উল্লাহর সঙ্গে। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।
প্রতিবেশীরা জানায়, গতকাল সোমবার রাতে দুজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। আজ ভোরে পরিবারের সদস্যরা আঁখির ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় স্বামীকে তাঁর ঘরে পাওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা কেউ বলতে পারছে না। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে আঁখি মনির লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।