ভোটের সময় পুলিশ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালন করে : আইজিপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/04/igp.jpg)
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ সব সময় পেশাদারিত্বের সঙ্গে সব ধরনের দায়িত্ব পালন করে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালন করে।
যদি কারও কাছে রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাঁকে জানানোর কথা বলেন এই আইজিপি।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার অভিযোগ’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা জানান।
রাজনৈতিক সমাবেশে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ মিছিলসহ কর্মসূচিগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। পুলিশের এ বিষয়ে ট্রেনিং রয়েছে, প্রতিক্ষেত্রে তা ফলো করা হয়।’
পুলিশের এক কর্মকর্তাকে বারবার ঘুরেফিরে ডিএমপির ওসি বানানো হচ্ছে। এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বদলির ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফলো করা হয়। শুধু পুলিশে না, বিভিন্ন অরগানাইজেশানে একই লোক অনেক দিন ধরে কাজ করেন। কর্মকর্তার দক্ষতা দেখে যদি মনে করে তাকে রাখা দরকার, তাহলে রেখে দেয়। আর যাকে রাখা দরকার না, তাকে বদলি করা হয়।’
পুলিশের দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টে অনেক সময় দুর্নীতি উঠে আসে। উন্নত পুলিশ বাহিনী গড়ে তুলতে আইজিপির ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন এরইমধ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশের কার্যক্রম চলছে। প্রতিটি থানায় জবাবদিহিতা নিশ্চিতের জন্য ওপেন হাউজ কার্যক্রম চালু রয়েছে। মাঠপর্যায়ে সব সদস্যকে জবাবদিহিতার আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো ঠিক করা হবে।’
বাংলাদেশে বর্তমানে ৯৭ হাজার বিদেশি অবৈধভাবে বসবাস করছে। তারা অবৈধভাবে বাংলাদেশে রয়েছে। তারা জঙ্গিসহ বিভিন্ন অপরাধে জড়িয়েছে। তারা দেশের জন্য হুমকি কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। তদের বিষয়ে স্ব-স্ব দেশ থেকে তথ্য নেওয়া হয়েছে। তাদের পাসপোর্ট বা ট্রাভেল পাস তৈরি করে ফেরত দেওয়া হচ্ছে। আর যারা ক্রাইমের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’