ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই সূত্র ধরে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরও বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই দুই বন্দরে কোনোপ্রকার আমদানি রপ্তানি কার্যক্রম চলবে না। একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর বন্দরের শ্রমিকদের নির্বাচনের কারণে ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে।
তবে ভোমরা ও ঘোজাডাঙা ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রীদের জন্য খোলা থাকবে।
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির মাহমুদ বলেন, ‘দুই পক্ষে আলোচনার ভিত্তিতেই এই কয়েকদিন দুই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‘চার দিন পূজার ছুটির সঙ্গে আগামী শনিবার ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের নির্বাচনের কারণে এই ছুটি আরও একদিন বাড়িয়ে নেওয়া হয়েছে।’