‘ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে’
দেশের ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে আজ রোববার ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০ জেলায় ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও পাঁচটি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশে সব সময় নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বজ্রপাতে যাতে মানুষের মৃত্যু না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, বজ্রপাত বা ভূমিধস অথবা ভূমিকম্পসহ সব কিছুতেই মানুষকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয়, সে ব্যবস্থাগুলো আমরা করে যাচ্ছি। কারণ আমাদের মনে রাখতে হবে যে, এটা বদ্বীপ। ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। এ ছাড়া বাংলাদেশে তো মাঝে মধ্যে মনুষ্যসৃষ্ট দুর্যোগও আসে। সবই মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’