মক্কার এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মাওলানা রফিক আহমেদের দাফন সম্পন্ন
সৌদি আরবের মক্কার এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মাওলানা রফিক আহমেদের (৭০) দাফন ফেনীতে সম্পন্ন হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় ফেনী সদর উপজেলার শশর্দী ইউনিয়নের মাওলানা রফিক আহমেদের প্রতিষ্ঠা করা শশদী ইসলামিয়া দারুল উলূম মাদ্রসার মাঠে জানাজা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা রফিক আহমেদের বড় ভাই ও মাদ্রাসার বর্তমান প্রধান পরিচালক মাওলানা রশিদ আহমেদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হয়।
গতকাল শনিবার বিকেলে মাওলানা রফিক আহমেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মাওলানা রফিক আহমেদের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
দীর্ঘ ৪০ বছর সৌদি আরবের মক্কায় থাকাকালে বাংলাদেশিদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে অভিভাবকের ভুমিকা পালন করেছেন মাওলানা রফিক আহমেদ।