মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতাল লকডাউন
রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক ও পাঁচজন নার্সসহ নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসাইন আকন্দ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাব আকাশ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে ঠাণ্ডা ও অ্যাজমা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে একজন নার্স আক্রান্ত হন। তিনিও ঠাণ্ডা ও সর্দিতে আক্রান্ত হলে গতকাল সোমবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে ওই নার্সকে গতকালই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করা হয়। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
সোহরাব আকাশ বলেন, এ নার্সের সংস্পর্শে আসা সবার করোনা পরীক্ষা করা হলে এতে দুজন চিকিৎসকসহ আরো আটজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে একজন চিকিৎসক জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিতেন।
আজ ৭০ শয্যার এ হাসপাতালটি লকডাউন করার আগে হাসপাতালে কর্মরত বাকি সব চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে।
সোহরাব আকাশ আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ ও নির্দেশনা মেনেই হাসপাতালটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত নয়জনের মধ্যে একজন নার্সের শরীরেই শুধু করোনার আলামত লক্ষ করা গেছে। বাকিরা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন। আক্রান্ত সবাই এখন চিকিৎসাধীন আছেন। হাসপাতালে যে কয়েকজন রোগী ছিলেন, তাদের সবাইকে রিলিজ করে হাসপাতালটি পুরোপুরি লকডাউন করা হয়েছে।