মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮
রাজধানীর মগবাজারে গত রোববারের বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ইমরান হোসেন (২৫) নামের আরেক ব্যক্তি মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইমরান হোসেন মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ বুধবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাত জন। তাঁদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘ইমরান হোসেনের মতো আরও দুই গুরুতর আহত ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তাদের অবস্থাও খুব খারাপ। সৃষ্টিকর্তা না চাইলে তাদের ফেরানো আমাদের জন্য মুশকিল।’
হাসপাতাল সূত্র জানিয়েছে, ইমরান হোসেনের বাবার নাম আবদুল হামিদ। ইমরানের বাড়ি টাঙ্গাইলের লাউকাঠি। দুই ভাই ও এক বোনের মধ্যে ইমরান সবার বড়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বেঙ্গল মিটে চাকরি করতেন।
এদিকে, রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিতিতেই ঘটেছে বলে ধারণা পুলিশের সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির। তদন্ত কমিটির প্রধান ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রথম দিনে সাংবাদিকদের এ কথা বলেন।
গত রোববার সন্ধ্যায় মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আট জন মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় আহত হন দুই শতাধিক মানুষ।