মসজিদে গিয়েছিলেন শিক্ষক, স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করল শিক্ষকের ভাই
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের ছোটভাইয়ের (১৭) কাছে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব সন্নাসিরচর এলাকার আদু খার কান্দি গ্রামে গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পরে ওই শিশুটিকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
শিবচর থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান। এ সময় তাঁর ছোটভাই নিজের ঘর খালি পেয়ে ওই শিশুকে ধর্ষণ করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আফরোজ জানান, গতকাল সন্ধ্যার পর এক স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে ঘটনার পরপরই স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার শরীরে রক্তক্ষরণ দেখা যায়। পরে ওই শিশুকে জরুরিভাবে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণের ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’