মাওলানা রফিক আহমদ স্মরণে মক্কা এনটিভি দর্শক ফোরামের শোকসভা
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত মাওলানা রফিক আহমদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মক্কা এনটিভি দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি এইচ এম পারভেজ মৃধার সভাপতিত্বে শুক্রবার রাতে মক্কা নগরীর কাকিয়ায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফোরামের উপদেষ্টা এটিএন বাংলার সৌদিআরব প্রতিনিধি সাংবাদিক সাজিদুল ইসলামের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহাদি পারভেজ।
শোকসভায় বক্তব্য দেন এনটিভি দর্শক ফোরামের সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, ফোরামের উপদেষ্টা নাছির সরকার, উপদেষ্টা বেলায়ত হোসেন শিপন, এনটিভি দর্শক ফোরামের সদস্য শাহ আলম ডিসকো, তোবারক হোসেন, আবদুর রহমান খোকন ও সিপ্লাস টিভির সৌদিআরব প্রতিনিধি খলিল চৌধুরী। এ ছাড়া শোকসভায় মক্কা এনটিভি দর্শক ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রয়াত মাওলানা রফিক আহমদ ছিলেন একজন মানবদরদী। তাঁর এ মৃত্যুতে মক্কা এনটিভি দর্শক ফোরাম একজন অভিভাবককে হারাল।
শেষে মাওলানা রফিক আহমদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
গত ২৮ আগস্ট মাওলানা রফিক আহমেদ রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪০ বছর মক্কায় ছিলেন। তিনি দীর্ঘদিন মক্কা বিএনপির সভাপতি ছিলেন। রফিক আহমেদ গ্রামেরবাড়িতে সাহেব শর্শদী মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। সেই মাদ্রাসার বর্তমান প্রধান পরিচালক মাওলানা রশিদ আহমদের ছোটভাই রশিদ আহমেদ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের অক্টোবরে দেশে আসেন মাওলানা রফিক আহমেদ। কিন্তু করোনা পরিস্থিতিতে তিনি আর যাননি। গত ১৩ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। তাঁর শরীর খারাপ হতে থাকে। পরে তাঁকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।