মাগুরায় ইউপি নির্বাচন, নৌকার সঙ্গে বিদ্রোহীদের লড়াই
আসন্ন ১১ নভেম্বর মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন যত এগোচ্ছে প্রার্থীদের গণসংযোগে ব্যস্ততা বাড়ছে। অধিকাংশ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে নৌকার প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার প্রার্থীদের সঙ্গে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের একাধিক বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঠারখাদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা বেনজির আহমেদ (সদ্য বহিষ্কৃত) বলেন, ‘নির্বাচনে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে তিনি ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন।’
মাগুরা আঠারখাদা, জগদল ও কছুন্দি ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নে প্রার্থীদের পোস্টার, ব্যানার এবং মাইকে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।