মাগুরায় করোনায় ২ জনের মৃত্যু
মাগুরায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক যুবক ও এক বৃদ্ধ মারা গেছে। এদিকে জেলায় আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত রাতে মাগুরা শ্রীপুর উপজেলার কানন মোল্ল্যা (২২) দ্বারিয়াপুর হাসপাতালে মারা যান। এ ছাড়া গত শনিবার করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে মৃত শহরের পারনান্দুয়ালী গ্রামের জাহিদুল মুন্সির (৮৫) নমুনা পজিটিভ এসেছে। নতুন করে শহরের কাউন্সিলপাড়া, পশু হাসপাতালপাড়া ও সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে দুজনকে প্রাতিষ্ঠানিক আইসলেশনে রাখা হয়েছে। বাকিরা তাদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন।