মাগুরায় জেলা জজসহ আটজনের করোনা শনাক্ত
মাগুরায় জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানসহ আরো আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭২ জনের করোনা শনাক্ত করা হলো। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলা থেকে ২৫ জনের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭২ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার আরো জানান, এরই মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছে ৩৪ জন। এ ছাড়া হোম আইসোলেশনে আছে ৩৬ জন। আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাঁদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত মাগুরায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান ডা. প্রদীপ কুমার।