মাগুরায় দোকানে অব্যাহত চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ
মাগুরা শহরের বিভিন্ন মার্কেটের দোকানে অব্যাহত চুরির ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে সমাবেশ করেছেন। আজ বুধবার দুপুরে মাগুরা কলেজ রোডের এজি একাডেমি মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিসি অফিস মার্কেট, পৌরসভা মার্কেট, মাদ্রাসা মার্কেট, এজি একাডেমি মার্কেট ও ফুড অফিস মার্কেটের দোকান মালিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
এজি একাডেমি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হিরোক মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বণিক সমিতি আহ্বায়ক মুন্সী হুমায়ন কবির রাজা, পৌরসভা মার্কেটের সাধারণ সম্পাদক তুহিন খান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২২ মার্চ রাতে মাদ্রাসা মার্কেটের কামরুল সাইকেল স্টোরে ২৩টি তালা ভেঙে এবং দুজন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতির চেষ্টা হয়েছে, যা ডিসি অফিস পাহারারত পুলিশ সদস্যদের জন্য রক্ষা পেয়েছে। গত আট মাসে ছয়টি দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
এ সময় দোকান মালিক সমিতির নেতারা পুলিশি তৎপরতা বাড়িয়ে ব্যবসায়ীদের দোকান ও মালামালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।