মাগুরায় বিরল প্রজাতির হনুমানসহ আটক ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/19/magura-manki-atok-photo-.jpg)
মাগুরায় বিরল প্রজাতির এই হনুমানসহ বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য দেবব্রত কুমার স্বরকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
মাগুরায় বিরল প্রজাতির একটি হনুমানসহ দেবব্রত কুমার স্বর নামে এক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন পরিবহণের একটি বাস থেকে ব্যাগে ভর্তি বিরল প্রজাতির এ হনুমান উদ্ধার করা হয়।
এ সময় পাচারের অভিযোগে গাড়ির সুপারভাইজার দেবব্রত কুমার স্বরকে (৩০) আটক করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে। তিনি সাভার থেকে নিয়ে সাতক্ষীরায় রানা নামের এক ব্যক্তির কাছে প্রাণিটি হস্তান্তরের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।