জনসচেতনতা সৃষ্টিতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড
বন ও বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী জেলা ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়তায় গার্লস স্কুলে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির শিক্ষক ও জেলা বন বিভাগের কর্মকর্তারা। পরে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী নিয়ে দুটি ক্যাটাগরিতে বন ও বন্যপ্রাণীর ওপরে নৈর্ব্যাক্তিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন বিভাগের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ই- সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হবে। এ ছাড়া পরবর্তীতে জেলা পর্যায় থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজন করা হবে এ সচেতনতা মূলক অনুষ্ঠানটি।