মাছের খাবার দিতে গিয়ে ভেসে উঠল লাশ

কিশোরগঞ্জের ভৈরবে বিলের পানিতে ডুবে ইদ্দি মিয়া (৬০) নামের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিলের পানিতে তাঁর লাশ ভেসে ওঠে। তিনি শহরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্দি মিয়া আজ ভোর ৬টার দিকে বাড়ি সংলগ্ন সাতমুখী বিলে নিজেদের প্রকল্পে মাছের খাবার দিতে যান। পরে মাছের খাবার দিতে ব্যবহার করা কোসা নৌকাটি পানিতে ভাসতে দেখা গেলেও তাঁর খোঁজ মিলছিল না। দুপুর ১২টার দিকে ওই বিলের পানিতে ইদ্দি মিয়ার লাশ ভেসে ওঠে।
স্থানীয় পৌর কাউন্সিলর আলহাজ মোশারফ হোসেন মিন্টু মিয়া বলেন, ‘মৃত ইদ্দি মিয়া আমার খুব পরিচিতজন। ১৬ জন মৎস্যজীবী যৌথভাবে সাতমুখীর বিলে মাছের প্রকল্প দেন তারা। ইদ্দি মিয়া ওই প্রকল্পের দেখাশোনা করতেন। আজ সকাল ৬টার দিকেও একজনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে শুনেছি। স্ট্রোক করে নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘খবর পেয়ে আজ দুপুরে আমরা লাশ উদ্ধার করি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।’