মাদক নিরাময় কেন্দ্র থেকে ইয়াবা জব্দ, নারীসহ আটক ৫
গাজীপুরের একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-২ এর সদস্যরা। এ সময় সাংবাদিক পরিচয়দানকারী ওই কেন্দ্রের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান শেষে সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গাজীপুর শহরের পূর্ব ভুরুলিয়ার কালা শিকদার ঘাট এলাকাস্থ ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের নিবাসীদের দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও নির্যাতন করা হচ্ছিল। এছাড়াও সেখানে মাদক ক্রয়-বিক্রয় করা হয় এ গোপন সংবাদ পেয়ে আজ সকালে র্যাব-২- এর মোহাম্মদপুর ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। দিনভর অভিযানকালে ওই কেন্দ্র থেকে ৪২০ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গাজীপুরের এ মাদক নিরাময় কেন্দ্রের নিবাসীদের ঝুলিয়ে নির্যাতনের একাধিক প্রমাণ পাওয়া গেছে। নিবাসীদের নিম্নমানের এবং অপ্রতুল খাবার সরবরাহ করা হতো। সার্বক্ষণিক চিকিৎসক থাকার নিয়ম থাকলেও কোনো চিকিৎসক ছাড়াই চলছিল এ কেন্দ্রটি। এখানে কোনো নিয়মকানুন মানা হচ্ছিল না।