মাদারীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/22/madaripur-sp.jpg)
মাদারীপুরে রাজৈর উপজেলায় নাম-পরিচয়হীন মুখ থেতলানো যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের একটি খালের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে হলুদ টি-শার্ট ও কালো লাল স্টেপ ট্রাউজার ছিল। তার আনুমানিক বয়স ২৬ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালের দিকে ওই এলাকার একটি খালের পাড়ে রাস্তার পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে। তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, নিহতের মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে। মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।