মাদারীপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু, বাড়ি লকডাউন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/12/madaripur.jpg)
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : এনটিভি
মাদারীপুরের রাজৈর উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরীন বলেন, গতকাল শনিবার দুপুরে ওই বৃদ্ধা জ্বর ও শ্বাসকষ্টসহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তাঁর শরীরের অবস্থা নির্ণয়ের চেষ্টা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে জরুরি বিভাগের থাকাবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
ইউএনও আরো বলেন, এ ঘটনায় ওই বৃদ্ধার বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।