মাদারীপুরে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় হারুন মোড়ল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে পাঁচ্চর-শিবচর সড়কে আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে।
নিহত হারুন মোড়ল শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের খালেক মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে শিবচর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হারুন মোড়ল। পরে তিনি পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বালুবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।