মাদারীপুর লকডাউন, নতুন চারজনের করোনা শনাক্ত
মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আজ রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এর আগে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা শিবচর গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করা হয়। এর পর গত ১২ এপ্রিল কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তবে জরুরি পরিষেবা এই লকডাউনের আওতামুক্ত থাকবে।
মাদারীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা হলো ২৩ জন। এর মধ্যে শিবচর উপজেলায় একজন মারা গেছেন।