মানহীন মাস্ক : জেএমআই ফার্মার বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ
করোনাভাইরাস রোধে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মানহীন পাঁচ হাজার পিস এন৯৫ মাস্ক সরবরাহ ও পণ্য উৎপাদন করায় জেএমআই ফার্মার বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ মঙ্গলবার দুপুরে ই-মেইলে আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ অভিযোগ দাখিল করেন।
ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে করা অভিযোগে উল্লেখ করা হয়, জেএমআই গ্রুপ মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ হাজার পিস এন৯৫ মাস্ক সরবরাহ করে। পরে চিকিৎসকরা সেটা এন৯৫ মাস্ক না হওয়ার কারণে ফেরত পাঠান। এগুলো মানসম্পন্ন নয় বলে পরবর্তী সময়ে প্রতীয়মান হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা স্বীকার করেছে।’
মানহীন মস্ক সরবরাহ করার কারণে জেএমআই ফার্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অভিযোগে উল্লেখ করা হয়।