মামলায় স্ত্রী-সন্তানকে না পাওয়ায় আদালত চত্বরে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরেই ছুরিকাঘাতে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুরের নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তী সময়ে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে আদালতে মামলা করেন হাফিজুর। ওই মামলায় গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সঙ্গে যাবেন না বলে জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বের হয়েই হাফিজুর নিজের বুকে নিজেই ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট পাঠানো হলে পথে হাফিজুরের মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ হাফিজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।