মার্কেটের নিচে পড়েছিল লাশ, করোনা আতঙ্কে পাশে যাচ্ছিলেন না কেউ!
রাজধানীর কারওয়ান বাজারের আম্বরশাহ জামে মসজিদ মার্কেটের নিচে আজ শুক্রবার দুপুরের পর অজ্ঞাতনামা একটি লাশ পড়েছিল। এই খবর শুনে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না এই আতঙ্কে লাশটির আশপাশেও কেউ যাচ্ছিলেন না।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ। গিয়েই মসজিদের নিচের গলি অবরুদ্ধ করে দেয়। ওই গলি দিয়ে কাউকে প্রবেশ করতে নিষেধ করে। এই খবরে চারদিকে করোনা সংক্রান্ত নানা গুঞ্জন শুরু হয়।
বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মারা যাওয়া ব্যক্তি মার্কেটের নিচের একটি দোকানের শাটারের সঙ্গে পড়ে ছিলেন। মরদেহের পাশে কিছু টাকা পড়েছিল। ছিল কিছু খাদ্যও। পায়ের দিকে পড়েছিল একটি বিরিয়ানির প্যাকেট। ওই প্যাকেটে থাকা বিরিয়ানি তিনি দুপুরে খেয়েছিলেন।
ঘটনাস্থলের পাশ দিয়ে কেউ যাচ্ছিলেন না। দুই পাশের রাস্তার মোড়ে ছিল উৎসুক মানুষের জটলা। যাতে কেউ ঘটনাস্থলে না যেতে পারে সেজন্য বিকেল ৫টা থেকে মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তাকর্মী ওহিদুল ইসলামকে তেজগাঁও থানা পুলিশ দাঁড় করিয়ে রেখে যায়।
নাজমুল হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘লোকটি কয়েকদিন ধরে এদিকে এসেছেন। রাস্তার ধারেই শুয়ে থাকতেন। ভিক্ষাও করতেন। তবে আজ সকালের দিকে তাকে অসুস্থ অসুস্থ মনে হচ্ছিল।’
সন্ধ্যা ৬টার পর তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল তাঁর টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। সে সময় তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এটা আসলে সাধারণ মৃত্যু হতে পারে। তিনি একজন ভিক্ষুক। করোনাভাইরাস আতঙ্ক সাধারণ মানুষ এমনিতেই ভয় পেয়েছিল। আমি আঞ্জুমানে মফিদুল ইসলামকে (জনকল্যাণ সংস্থা) এই ঘটনা জানিয়েছিলাম। তারা বলেছে, আগামীকাল লাশ নিতে পারবে। তাই এখন আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লাশ রেখে আসব।’
এদিকে গতকাল রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার একটি বাসার ফ্লাট থেকে রাজু (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। করোনাভাইরাসে মারা গেছে এই সন্দেহে কেউই লাশের কাছে যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
এই ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির এনটিভি অনলাইনকে বলেন, ‘মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লাশের পাশে কেউ যাচ্ছিলেন না। হুজুগে বাঙালি হলে যা হয়। তবে আমার কাছে স্বাভাবিক মৃত্যুই মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আমরা বিস্তারিত জানতে পারব।’