মার্কেট-দোকানপাট খোলা, স্বাস্থ্যবিধি মানছে না কেউ
পিরোজপুরে লকডাউনে দুই সপ্তাহ পরে শপিং সেন্টার ও দোকান খুলে দেওয়া হলেও ক্রেতা ও বিক্রেতাদের কেউ মানছে না স্বাস্থ্যবিধি। পিরোজপুর শহরের কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, পার্লার, গহনাসহ সব দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকলেও ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব।
আজ মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায়, কারো করোনায় স্বাস্থ্য সচেতনতার বিষয়টি যেন মাথায়ই নেই। জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাইলেও কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি তারা।
জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, ‘দীর্ঘদিন পর দোকানপাট খুলে দেওয়া হয়েছে, তাই সবার মধ্যেই একটা চাপ কাজ করছে। ব্যবসায়ীরা যেমন অনিয়ম করছে তেমনি ক্রেতারাও অনেক অসচেতন। তাই কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের ক্রেতা-বিক্রেতা সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে হবে।’
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি বিষয়ে আমাদের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’