মিনু-দুলু-বুলবুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের চারজনের নামে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। আবেদনের পরে বিচারক ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মোতাবেক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়া হবে বলে জানান।
এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
মামলার আবেদনে বলা হয়েছে, গত ২ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে এই চার নেতা পূর্বপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে নেতাকর্মী, সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
মামলা দায়েরকালে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মহানগর আওয়ামী লীগের নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গত ৯ মার্চ রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। ওই মামলার আবেদনের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।