মুন্সীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিজান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়ায় দোকানে মূল্য তালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এক অভিজানে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, সকালে এই অভিযানে মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকানকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় মুসলিম বিরিয়ানি হাউজ নামে একটি রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি সবজির দোকানিকে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক, গজারিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান। অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।