মেঘনায় চাঁদপুরগামী লঞ্চে ডাকাতি, অর্থসহ মূল্যবান সামগ্রী লুট
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের ষাটনলগামী এমভি মকবুল-২ লঞ্চে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় লঞ্চে দেড়শ থেকে দুইশ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
নারাণয়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাত ৯টায় ছেড়ে যাওয়া লঞ্চটি মেঘনা নদীর ষাটনল এলাকায় আসার পর ডাকাতির কবলে পড়ে।
যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্পিডবোটে করে আগ্নেয়াস্ত্রসহ আট থেকে নয়জনের একটি ডাকাতদল লঞ্চটিতে হানা দেয়। মাঝ নদীতে ডাকাতরা যাত্রীদের মোবাইল সেট, টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা কয়েকবার ফাঁকা গুলি ছোড়ে।
ডাকাতদের হামলায় অনেক যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার সকাল নাগাদ লঞ্চসহ যাত্রীরা চাঁদপুরে পৌঁছেছেন।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, মেঘনার ষাটনল এলাকায় এমভি মকবুল-২ নামের লঞ্চটিতে ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছে। ডাকাতরা প্রায় সব যাত্রীর মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।
খবর পেয়ে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানান এসআই মজিবুর রহমান।