মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ দ্রুত টেকসই মেরামতের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ বর্ষার আগেই দ্রুত টেকসই মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে বক্তারা বাঁধ মেরামত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন। আগামী ১০ দিনের মধ্যে অন্তত বাঁধের জনতা বাজার অঞ্চলে মেরামত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, ১৯৮৮ সালে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কাজ সম্পন্ন হয়। প্রকল্পের মধ্যে ৭০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মিত হয়। ওই বছরই দেশজুড়ে ভয়াবহ বন্যায় বেড়িবাঁধের অনেক স্থান ভেঙে যায়। এতে মতলববাসী দীর্ঘদিন পানিতে নিমজ্জিত ছিল এবং দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করে।
নির্মাণের পর থেকে এ পর্যন্ত তিনবার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে মেঘনার পানির চাপে বাঁধটির জনতা বাজার ও আমিরাবাদ এলাকার মধ্যবর্তী স্থানে ৮০ মিটার ধসে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ধসে পড়া স্থান মেরামত করে। কিছুদিন পরেই বর্ষা চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত সেই স্থানে স্থায়ী ও টেকসই মেরামত করা হয়নি। এতে এ বছর ওই স্থানে আবারও ভাঙনের আশঙ্কা রয়েছে।
বক্তারা জানান, বর্তমানে বাঁধের সিপাইকান্দি অঞ্চল দিয়েও ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়াও বাঁধের বিভিন্ন স্থানে ছোটোখাটো ভাঙন রয়েছে, যা বর্ষার আগেই মেরামত করা জরুরি। সবমিলিয়ে এই বাঁধের টেকসই বা স্থায়ী মেরামত জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমরা মতলববাসী সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট শামীমুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরাম ’৯৮-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফ হোসেন খান। মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যার সভাপতি ইঞ্জিনিয়ার এনামূল হক খান সুমন, দুরন্ত ৯৭-এর যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, ফ্রেন্ডস ফোরাম ৯৮-এর সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাদাকালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, ব্যাচ এসএসসি ১৯৯৯-এর আবুল কালাম, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম পাটোয়ারী, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০-এর গাজী নাজমুল হক, এসএসসি ব্যাচ ২০০২-এর মনির হোসেন, ২০০৬ ব্যাচের গাজী নিয়াজ মোর্শেদ ছোটন, ২০০৯ ব্যাচের ইকবাল হোসেন তপাদার, গ্রীনক্লাব চান্দ্রাকান্দির সহসভাপতি কবির হোসেন, আলোর সন্ধানে যুব সংঘের যুগ্ম আহ্বায়ক ডা. নূরে আলম প্রমুখ।