মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শনিবার ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশায় চারদিকে ধোঁয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।
মোংলায় আজ ভোর থেকেই আকাশে সূর্যের দেখা নেই। তাই আগের চেয়ে শীতও বেশি জেঁকে বসেছে। কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও সুন্দরবনের দুবলার চরের শুটকি প্রক্রিয়াজাতকরণের মালিক-শ্রমিকেরা।
অপরদিকে মোংলাসহ উপকূলীয় এলাকায় এমন মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও দুই তিন দিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা, উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।