মোংলা ইপিজেডে লাগেজ ফ্যাক্টরিতে আগুন, ১৫০ কোটি টাকার ক্ষতি
মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরির দক্ষিণ-পূর্ব পাশের কিছু কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে। এ আগুন নেভাতে আজ বুধবার ভোরেও কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের সদস্যদের। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় এ আগুন লাগলেও বুধবার সকাল ৭টা পর্যন্ত তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ভিআইপি লাগেজ ফ্যাক্টরির কর্মকর্তা মো. মিজান আজ ভোর সাড়ে ৬টায় জানান, এখনও আগুন পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাক্টরিটির ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ। ফ্যাক্টরিটির সহকারি ব্যবস্থাপক আশীষ কুমার কর্মকার এ জিডি করেন। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জিডিতে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও ডায়েরিতে উল্লেখ করা হয়।