মোটরসাইকেল ও অস্ত্র ফেলে দৌড়ে পালালেন আসামি
নড়াইলের অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তল জব্দ করেছে নড়াগাতি থানা পুলিশ। এ ঘটনায় সময় অস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যায় আসামি। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার যোগানিয়া গ্রামের তুষারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানের সময় অভিযুক্ত ফেরদৌস মোল্লা (৩৫) নামের একজন পালিয়ে যায়। তিনি যোগানিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল গভীররাতে পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়ের নির্দেশে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান ও এসআই খান মাহবুবুর রহমান ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র জব্দ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জানতে পারে যোগানিয়া গ্রামের মধ্য দিয়ে অবৈধ অস্ত্র নিয়ে ফেরদৌস মোল্লা (৩৫) নামের একজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে গ্রামের তুষারের মোড় এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় ঘটনাস্থলে ফেরদৌস আসার পর তাকে গাড়ি থামাতে বলে পুলিশ। এতে তিনি গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান।
এ সময় পুলিশ গাড়ির কাছে লাল রঙের একটি শপিং ব্যাগ দেখতে পেয়ে তল্লাশি করে। ওই ব্যাগ থেকে একটি রিভলবার জব্দ করে পুলিশ। পরে রিভলবার ও মোটরসাইকেল জব্দ করে নড়াগাতি থানায় আনা হয়। ওসি মোছা. রোকসানা খাতুন অস্ত্র জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’