নড়াইলে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নড়াইল সদর উপজেলায় বিএনপির একটি অফিসে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির একটি অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু মোল্যা, গোবরা গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী। এর মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোবরা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির অফিসটিতে কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোলায়মান শেখ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এখনও কোনো মামলা হয়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।