মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আনোয়ার হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর ফুফুর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের প্রতাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা খাঁপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান আনোয়ার। সেখানে গতকাল রাতে খাওয়া-দাওয়ার পরে অটোরিকশার সকেটে মোবাইল চার্জে দিয়ে ঘুমাতে যান। পরে সকালে সকেট থেকে মোবাইল বিচ্ছিন্ন করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
নিহতের চাচা আলতাফ হোসেন জানান, স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।